উত্তরদিনাজপুর

রোগীর পরিবারের হাতে আহত হাসপাতালের নিরাপত্তারক্ষীরা

হাসপাতালে কর্মরত নিরাপত্তারক্ষীরা আহত হল রোগীর পরিবারের কাছে। জেলাশাসকের নির্দেশে কড়া মনোভাবের জেরে বৃহস্পতিবার রোগীর আত্মীয়দের হাতে নিরাপত্তারক্ষীদের মারধোড়ের ঘটনায় তীব্র উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনার জেরে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নিরাপত্তারক্ষী। কর্মবিরতীতে ইসলামপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তারক্ষীরা।  ইসলামপুর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল নাগাদ ইসলামপুর মহকুমা হাসপাতালে সাফাই চলাকালীন কতিপয় রোগীর আত্মীয় জোর করে মহিলা বিভাগে ঢুকতে চায়।  নিরাপত্তারক্ষী চন্দন যাদব তাদের বাধা দেওয়াতে ওরা চন্দন যাদবকে ধরে হাসপাতালের মধ্যেই বেধড়ক মারধর করে।  সাফাইকর্মী ডলি জমাদার ওই রাপত্তারক্ষীকে বাঁচাতে গেলে ওরা তাঁকেও মারধোর করে পালিয়ে যায়। নিরাপত্তারক্ষীর উপর হামলাকারীদের রোগীর আজকে হাসপাতাল থেকে ছুটি হয়ে গিয়েছে।  জানা গিয়েছে ওই হামলাকারীরা ইসলামপুরের মহব্বতপুর এলাকার বাসিন্দা।  এদিকে ক্ষুব্ধ নিরাপত্তারক্ষীরা কর্মবিরতির ডাক দিয়েছে।  নিরাপত্তারক্ষীদের সূত্রে জানা গিয়েছে, জেলাশাসকের নির্দেশে হাসপাতালে নিয়ম পালন করতে গিয়ে রোগী আত্মীয়দের হাতে মার খেতে হলো তাদের।  এখন প্রশাসন ওই হামলাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা কাজ করবে না।  এই মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।